ইউনিয়ন তথ্যওসেবাকেন্দ্রহচ্ছেইউনিয়নপরিষদেস্থাপিততথ্য-প্রযুক্তিনির্ভর একটিঅত্যাধুনিকতথ্যওজ্ঞানকেন্দ্র(টেলিসেন্টার) যারউদ্দেশ্যহলোতৃণমূল মানুষেরদোরগোড়ায়তথ্যসেবানিশ্চিতকরা। একেন্দ্রথেকেগ্রামীণজনপদের মানুষখুবসহজেইতাদেরবাড়ীরকাছেপরিচিতপরিবেশেজীবনওজীবিকাভিত্তিক তথ্যওপ্রয়োজনীয়সেবাপায়।
গত১১ নভেম্বর২০১০মাননীয়প্রধানমন্ত্রীতারকার্যালয়থেকেএবংজাতিসংঘউন্নয়ন কর্মসূচি(ইউএনডিপি)’রপ্রশাসকওনিউজিল্যান্ডেরসাবেকপ্রধানমন্ত্রীমিস হেলেনক্লার্কভোলাজেলারচরকুকরিমুকরিইউনিয়নথেকেভিডিওকনফারেন্সের মাধ্যমেসারাদেশেরসকলইউনিয়নতথ্যওসেবাকেন্দ্র(ইউআইএসসি) একযোগে উদ্বোধনকরেন। এসকলকেন্দ্রথেকেমাসেপ্রায়৪০লক্ষমানুষতথ্যওসেবা গ্রহণকরছে। ইউআইএসসিরমাধ্যমেসহজে, দ্রুতওকমখরচেসরকারিওবেসরকারি সেবাপাবারমাধ্যমেস্থানীয়জনগণেরজীবনমানেরব্যাপকইতিবাচকপরিবর্তনআসতে শুরুকরেছে।
‘জনগণেরদোড়গোড়ায়সেবা’ (Service at Doorsteps)-এম্লোগানকেসামনেরেখেইউআইএসসিরযাত্রাশুরুহয়।ইউআইএসসিপ্রতিষ্ঠারফলেসমাজওরাষ্ট্রব্যবস্থারপ্রতিটিক্ষেত্রেএকটি অবাধতথ্যপ্রবাহসৃষ্টিকরাসম্ভবপরহয়েছে, যেখানেমানুষকেআরসেবারজন্য দ্বারেদ্বারেঘুরতেহচ্ছেনা, বরংসেবাইপৌঁছেযাচ্ছেমানুষেরদোরগোড়ায়।অবাধতথ্যপ্রবাহজনগনেরক্ষমতায়নেরঅন্যতমপূর্বশর্ত। দেশের৪,৫০১টি ইউনিয়নপরিষদেতথ্যওসেবাকেন্দ্রস্থাপনেরফলেগ্রামীণজনগণেরঅবাধতথ্য প্রবাহেঅংশগ্রহণসহদ্রুততমসময়েতথ্যওসেবাপাওয়ারপথসুগমহয়েছে।
উপকরণ: এলাকার সর্বসাধারণেরজন্যউন্নততথ্যসেবানিশ্চিতকরারলক্ষ্যেনয়ানগরইউআইএসসিতে একাধিককম্পিউটারওসংশ্লিষ্টউপকরণরয়েছে, যাপর্যায়ক্রমেস্থাপনকরা হয়েছেএবংহচ্ছে। ইউআইএসসিরপ্রয়োজনীয়উপকরণএসেসেউদ্যোক্তারবিনিয়োগএবং ইউনিয়নপরিষদেরতহবিল(রাজস্বখাতওএলজিএসপি
প্রকল্প) থেকে। নূন্যতম স্ট্যাবিলাইজারসহএকটিকম্পিউটার, একটিসাদাকালোপ্রিন্টার, একটিকালার প্রিন্টার, অন-লাইনসংযোগস্থাপনের জন্যএকটিমডেম, একটিস্ক্যানার, একটি ডিজিটালক্যামেরাদিয়েএকটিইউআইএসসি-এরকার্যক্রমপ্রাথমিকভাবেশুরুকরা সম্ভব। চাহিদানুযায়ী ইউআইএসসি পরিচালনার জন্য নিম্ন লিখিত উপকরণ গুলো রয়েছে এবং কিছু উপকরন বাকী রয়েছে–
ক্রমিক নং | বিবরন | রাজস্ব/এলজিএসপি | উদ্যোক্তা হতে | মোট |
১ | কম্পিউটারডেস্কটপ) | ২ টি | - | ২টি |
২ | কম্পিউটার (ল্যাপটপ) | ০১টি | - | -০১টি |
৩ | বড়স্ক্রিনসহমাল্টিমিডিয়াপ্রজেক্টর | ১টি | - | ১টি |
৪ | লেজারপ্রিন্টার | ১টি | - | ১টি |
৫ | কালারপ্রিন্টার | ১টি | - | ১টি |
৬ | মডেম | ২টি (১টি অকেজো) |
| ২টি |
৭ | স্ক্যানারমেশিন | ১টি | - | ১টি |
৮ | লেমিনেটিংমেশিন | - | - | - |
৯ | ফটোকপিমেশিন | - | - | - |
১০ | ডিজিটালক্যামেরা | ১টি | - | ১টি |
১১ | মুভি ক্যামেরা | - | - | - |
১২ | ওয়েবক্যাম | ১টি | - | ১টি |
১৩ | হেড ফোন | ১টি | - | ১টি |
১৪ | ইউপিএস | ২টি | - | ২টি |
১৫ | জেনারেটর | ১টি | - | ১টি |
স্থানীয়চাহিদারভিত্তিতেকোনইউআইএসসিতেউপরকরণএরচেয়েকমবাবেশিথাকতেপারে।
ইউনিয়ন তথ্যওসেবাকেন্দ্রস্থাপিতহয়েছেপিপিপিপি(পাবলিক-প্রাইভেট-পিপলস পার্টনারশীপ) মডেলেরউপরভিত্তিকরে। প্রতিটিইউআইএসসিতেদু’জনকরেস্থানীয় তরুনউদ্যোক্তারয়েছে, যাদেরমধ্যেএকজনপুরুষওএকজননারী। এ উদ্যোক্তারাইইউআইএসসিপরিচালনাকরেথাকেন। কিছুকিছুকেন্দ্রেএকজননারীও একজনপুরুষউদ্যোক্তারপাশাপাশিআরোএকজনকরেনারীওপুরুষ‘বিকল্প উদ্যোক্তা’ হিসেবেকাজকরছে। উদ্যোক্তাইউআইএসসি’রবেতনভুক্তকর্মীনন, প্রতিটিইউআইএসসি’রআয়-ইউদ্যোক্তারআয়। ইউআইএসসি’তেউদ্যোক্তাএকজন বিনিয়োগকারী
পার্টনারশীপবাঅংশীদারিত্ব:স্থানীয় সরকারবিভাগেরনেতৃত্বেইউআইএসসিসমূহপরিচালিতহচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগেরনির্দেশনায়ওস্থানীয়প্রশাসনেরব্যবস্থাপনায়ইউআইএসসি’রতদারকিসহ অন্যান্যকার্যক্রমপরিচালিতহয়। ইউআইএসসি’রপ্রয়োজনীয়আইসিটিউপকরনও উদ্যোক্তাদেরদক্ষতাবৃদ্ধিরজন্যপ্রশিক্ষণেরঅর্থআসেএলজিডিওবাংলাদেশ কম্পিউটারকাউন্সিল(বিসিসি) থেকে। এছাড়াওবিসিসি১০১৩টিবিদ্যুতবিহীন ইউনিয়নেসোলারপ্যাণেলসরবরাহকরেদেশেরসকলইউনিয়নপরিষদকেবিদ্যুতের আওতায়নিয়েএসেছে। এরবাইরেএকাধিকব্যাংক-বীমা, মোবাইলকোম্পানী, এনজিও, শিক্ষা-গবেষনাপ্রতিষ্ঠান, হার্ডওয়্যার-সফটওয়্যারসমিতিপ্রভৃতিপ্রতিষ্ঠান তাদেরসেবা, নতুনদক্ষতাওকারিগরীসহায়তানিয়েইউআইএসি’রসাথেসম্পৃক্ত হচ্ছে।
ইউএএমএস বাইউআইএসসিএ্যাকটিভিটিম্যানেজমেন্টসিস্টেম: ইউআইএসসিউদ্যোক্তাদেরআয়েরহিসাবএবংস্থানীয়প্রশাসনেরফলো-আপেসহযোগিতাকরারজন্যইউআইএসসিকার্যক্রমব্যবস্থাপনাবা‘ইউএএমএস’ (http://www.e-service.gov.bd/uams/) নামেএকটিঅনলাইনসফটওয়্যারতৈরিকরাহয়েছে। ইউআইএসসিউদ্যোক্তারাতাদেরপ্রতিদিনকারআয়েরতথ্যএখানেআপলোডকরেথাকেন।
ব্লগ(uiscbd.ning.com):
উদ্যোক্তাদের নিজেদেরমধ্যেপারস্পরিকমিথস্ক্রিয়া, আন্ত:সম্পর্কস্থাপনএবং উদ্যোক্তাদেরসাথেস্থানীয়প্রশাসনেরকর্মকর্তাদেরসাথেদ্রুতযোগাযোগের জন্যতৈরিকরাহয়েছেইউআইএসসিব্লগ(uiscbd.ning.com)। ব্লগটিসারাদেশে বিস্তৃত৪,৫০১টিইউআইএসসি’র৯,০০২জনউদ্যোক্তারজন্যএমনইএকটিশক্তিশালী অনলাইনপ্লাটফরম, যেখানেউদ্যোক্তারানিজেদেরমধ্যেঅভিজ্ঞতাবিনিময়করার, সমস্যাচিহ্ণিতওতারসমাধানখোঁজার, সমবেতভাবেউদ্যোগগ্রহণের, স্থানীয় প্রশাসনেরসাথেকাঁধেকাঁধমিলিয়েকাজকরার, এমনকিপ্রয়োজনে নীতিনির্ধারকদেরসাথেআলোচনাকরারসুযোগপাচ্ছে।
ছবি:
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস