ঐতিহাসিক পটভূমিঃ
ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত ১নং দুরমুট ইউনিয়ন। জনশ্রুতি আছে এই নদের তীরে বসতি স্থাপন হয় বহুকাল আগেই।দুরমুঠের আভিধানিক অথ একমুঠো মুক্তা ।মুক্তা অতীব মুল্যবান পদাথ । মুল্যবান বলিতে ধর্মীয় দৃষ্টি কোন থেকে হাকিকতিতে অলি আল্লাহ গণদের বুঝানো হইয়াছে ।অথাৎ পীরে কামেল হযরত শাহকামাল (রাঃ) যখন এই এলাকায় (দুরমুঠ) আসেন তখন হাতে এই এলাকার নাম করন করা হয় দুরমুঠ । এই ইউনিয়নটির উত্তরে পশ্চিম কোনে ইসলামপুর পৌরসভা পশ্চিমে ৬নংপচাবহলা ইউনিয়ন, দক্ষিণে ২নং কুলিয়াইউনিয়ন ,পূ্র্বে ১২নং চরগোয়ালিনিইউনিয়ন, উত্তরে গাইবান্ধা ইউনিয়ন পূর্বে শেরপুর জেলা।
ক) নাম – ১নং দুরমুঠ ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ১৫.৫৪(বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা –২২৫৪০জন (প্রায়) (২০০১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১৬টি।
ঙ) মৌজার সংখ্যা – ১৬ টি।
১। মোট জমিন পরিমান ৩০৮৩ একর ।
২। আবাদি জমি২২২৯একর ।
৩। খাস জমির পরিমান ২৬৬.২৭ একর ।
৪। প্রতিত জমিন পরিমান ৫৮৭.৭৩ একর
৫।সিতানী গ্রামে ১টি আশ্রয়ন কেন্দ্র ও রুকনাই গ্রামে ১টি,আবাসন কেন্দ্রে আছে।
৬। কবরে স্থান ২টি= সরুলিয়া গ্রামে-১টি ও দুরমুট গ্রামে- ১টি ।
৭। পাকা রাস্তা পরিমনি- ২২ কিঃ মিঃ। কাচা রাস্তা- ২৩ কিঃ মিঃ
৮। মসজিদ ৩৯টি ,মন্দির ৮টি । ৯। মোট ভোটা ১৩৭২০ জন। ১০। ঐতিহাসিক স্থান ২টি । ১১। খোয়াড় ৩টি
১২। পোঃ অফিস ২টি ১৩। কমিউনিটি ক্লিনিক ৩ঠি ও ১টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ১টি ।
১৪।১নং দুরমুট ইউনিয়নেরেজিষ্টা©রডাক্তার সংখ্যা ১৫ জন ।
১৫।সংগঠন - ৯টি(a) ক্রীড়া সংগঠন-৪টি,( b)পেশাজীবি সংগঠন-৪টি, (c) সাংস্কৃতি সংগঠন- ১টি,
চ) হাট/বাজার সংখ্যা –সরকারী ২টি- (১)দুরমুঠ হাট ও বাজার,(২) আমবাড়ীয়া বাজার
বেসরকারী ২টি (১) রুকনাই বাজার(২) ফুলতলা বাজার।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা/অটো রিক্সা। পাতা- ২
জ) শিক্ষার হার –৫৫%
শিক্ষা প্রতিষ্ঠান | : | ২৭ টি |
মহাবিদ্যালয় |
| নাই |
উচ্চ বিদ্যালয় | ৩টি | (১)কলাবাধা উচ্চ বিদ্যালয়( এই বিদ্যালয় এস,এস,সি পরিক্ষা কেন্দ্র আছে ) (২) কালাবাধা জুনিয়র বালিকা উচ্চ বিদ্যালয় (৩) রুকনাই উচ্চ বিদ্যালয় |
প্রাথমিক বিদ্যালয় | ৯টি | সরকারীঃ ৫টি (১)খুদিয়ারকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় (২) রুকনাই সরকারী প্রাথমিক বিদ্যালয় (৩) আমবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় (৪) উত্তর কলাবাধা সরকারী প্রাথমিক বিদ্যালয় (৫) দক্ষিণ কলাবাধা সরকারী প্রাথমিক বিদ্যালয় রেজিঃ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ৪টি (১) সিতানী রেজিঃ বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় (২) হাতিজা রেজিঃ বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় (৩) সুলতানখালী রেজিঃ বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় (৪) দক্ষিণ কলাবাধা রেজিঃ বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়
|
নূর ও হেফজ মাদ্রাসা
কিন্ডার গার্ডেন |
৯টি
২টি | পাতা- ৩ (১) খুদিয়ারকান্দা মফিজিয়া হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানা (২) হয়রত শাহ্কামাল (রহঃ)মাদ্রাসা ও এতিমখানা (৩) হাতিজা হফেজীয়া মাদ্রাসা ও এতিমখানা (৪) সরুলিয়া ,আমবাড়ীয়া হাফেজীয়া মাদ্রাস ও এতিমখানা (৫) কলাবাধা হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানা (৬) হলুদ মসজিদ হাফেজীয়া মাদ্রাসা (৭) হামলা এমদাদুল কওমী মাদ্রাসা ও এতিমখানা (৮) রুকনাই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা (৯)রুকনাই হাফেজিয়া মাদ্রাসা |
(১)দুরমুঠ্ আইডিয়াল কিন্ডার গার্ডেন (স্কুল) | ||
(২)মর্ডানআমবাড়ীয়া কিন্ডার গার্ডেন (স্কুল) |
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব সৈয়দ রাসেদুজ্জামান (অপু) ।
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – ২টি ,(১)দুরমুট বাজারের হয়রত শাহ কামাল (রঃ )(২) সরুলিয়া মা বার রানী মাজার।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৯৫২ইংপুন নির্মান ১৯৮৪।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ২১/০৭/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ২২/০৭/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২১/০৭/১৫ ইং পাতা- ৪
ঢ) দুরমুট ইউনিয়নে ১৬ গ্রামের মোট আয়তন –১৫.৫৪(বর্গ কিঃ মিঃ)
ক্রমিক নং | গ্রামের নাম | মৌজার জেএল নং |
০১ | খুদিয়ারকান্দা | ৩০ |
০২ |
সিতানী |
৩১ |
০৩ | রুকনাই | ২৯ |
০৪ | হামলা | ২৮ |
০৫ | জাঙ্গালীয়া | ৪ |
০৬ | হাতিজা | ১ |
০৭ | আমবাড়ীয়া | ৩ |
০৮ | সরুলিয়া | ২ |
০৯ | কলাবাধা | ৬ |
১০ | দিগর কলাবাধা | ৭ |
১১ | চরপানসী | ৯ |
১২ | গকুলের পাড়া | ৫ |
১৩ | সুলতালখালী | ৮ |
১৪ | বাহেরচর | ১০ |
১৫ | সিনুরাফসল | ১২ |
১৬ | দুরমুট | ১১ |
ণ) ইউনিয়ন পরিষদ জনবল ঃ–
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশের সদস্য সংখ্যা– ১০জন(২-জন গ্রাম পুলিশ মৃত্যুর কারণে২টিপদ শুণ্য রয়েছে)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস