জীবন জীবিকাভিত্তিক তথ্য: কৃষি-আধুনিক চাষাবাদ পদ্ধতি, সার-কীটনাশক প্রয়োগ, ফসলে পোকা-মাকড় ইত্যাদি তথ্য ও পরামর্শ, স্বাস্থ্য –রোগের লক্ষণ, রোগ প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্যসেবা।শিক্ষ- শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বৃত্তি, শিক্ষা ঋণ সম্পর্কিত তথ্য, আইন ও মানবাধিকার, পর্যটন, ক্ষুদ্র শিল্প স্থাপন ও পরিচালনা বিষয়ক তথ্য, অকৃষি উদ্যোগ, সর্বশেষ বাজার পরিস্থিতি সম্পর্কিত তথ্য, প্রভৃতি।এছাড়াও আরও তথ্য জানার জন্য লগ-ইন করুনwww.ruralinfobd.comওwww.cipotato.orgপ্রাইমারী ও হাই স্কুলের অনলাইন বই এর জন্য লগ-ইন করুনwww.e-book.gov.bdজীবনজীবিকা ভিত্তিক তথ্যভান্ডার ‘জাতীয় ই-তথ্যকোষ(www.infokosh.bangladesh.gov.bd) থেকে এ তথ্যসমূহ প্রদান করা হয়ে থাকে। অনলাইনের পাশাপাশি ইউআইএসসিসমূহেজাতীয় ই-তথ্যকোষের অফলাইন ভার্সনও (সিডি/ডিভিডি) রয়েছে, যাতে করে ইন্টারনেটসংযোগ না থাকলেও নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হয়।
বানিজ্যিকসেবা:মোবাইলব্যাংকিং (ডাচ বাংলা), কম্পিউটার প্রশিক্ষণ, ছবিতোলা, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইলআদান-প্রদান, ইন্টারেট এর মাধ্যমে সংবাদপত্র পাঠ, চাকুরির তথ্য, কম্পোজ, ভিসা আবেদন, দেশে-বিদেশে ভিডিওতে কনফারেন্সিং, সচেতনতামূলক ভিডিও শো, প্রিন্টিং, স্ক্যানিং, আত্মকর্মসংস্থান মূলক বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রভৃতি।
অফলাইন/অনলাইন সেবা:
Pবিভিন্ন সরকারী ফরম
Pসরকারী সার্কুলার, বিধি, বিজ্ঞপ্তি, বিভিন্ন ডকুমেন্ট।
Pস্কুল, কলেজ, মাদ্রাসার এমপিও ভূক্তির তথ্য।
Pবিভিন্ন পরীক্ষর রেজাল্ট।
Pসরকারী বিভিন্ন বিভাগের তালিকা ও কর্ম পরিধি।
Pকর্মসংস্থানের বিষয়ক তথ্য।
Pইন্টারনেট ও মোবাইলের মাধ্যমে বিশেজ্ঞ মতামত জানার সুযোগ।
Pজনগণের মৌলিক অধিকার সম্পর্কিত তথ্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস