ইউনিয়ন পরিষদ বিভিন্ন কাযা©বলীসম্পাদন করে | ইউনিয়ন পরিষদের কাযা©বলীপ্রধানত ৫প্রকার যথাঃ-
১। পৌর কাযা©বলী (পৌর কাযাবলী দুই ভাবে বিভক্ত - বাধ্যতামূলক ১০ টি, ঐচ্ছিক কাযা©বলী৩৮টি)
২। পুলিশ ও নিরাপত্তামূলক কাজ
৩। রাজস্ব ও প্রসাশন মূলক কাজ
৪।উন্নয়ন ও দারিদ্র দুরিকরণ কাজ
৫। বিচার কাজ ।
বাধ্যতামূলক কাজগুলো নিম্ন রুপঃ-
১, আইন-শৃংখলা রক্ষা করা এবং এ বিষয়ে প্রশাসনকে সহায়তা করা,
২, আপরাধ, বিশৃংখলা এবং চোরাচালান দমনার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা;
৩,কৃষি, বৃক্ষ রোপণ মৎস্য ও পশু পালন, স্বাস্থ্য, কুটির শিল্প, সেচ যোগাযোগ;
৪, পরিবার পরিকল্পনা কার্যক্রমে প্রসার ঘটানো;
৫,স্থানীয় সম্পদের উন্নয়নের প্রসার ঘটানো ও ব্যবহার নিশ্চিত করা
৬, জনগোনের সম্পত্তি যথা- রাস্তা ব্রীজ, কালভট, বাধ,খাল টেলিফোন , বিদ্যুৎ ইত্যাদি সংরক্ষন করা
৭, ইউনিয়ন পযায় অন্যান্য সংস্থার উন্নয়ন কার্যাবলী পর্যালোচনা করা এবং প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নিকট এ বিষয়ে সুপারিশ করা
৮,স্বাস্থ সম্মত পায়খানা ব্যবহার জনগণের উতসাহ প্রদান করা:
৯,জন্ম- মৃত্যু অন্ধ ভিক্ষুক ও দঃস্থদের নিবন্ধন করা :
১০, সবধরনের শুমারী পরিচালনা করা ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস