Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিসেফ জিওবি প্রজেক্ট (স্বাস্থ্য , শিক্ষা ও স্যানিটেশন)

    স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম

 

১। গর্ভবর্তী মা  ও নবজাতক স্বাথ্য সেবা  ।

২। প্রসাবের পূর্বে ৪ টি চেক আপ সম্পর্কে সচেতন করে তোলা ।

৩। বিপি সেশন করা । তথ্য প্রসব পরিকল্পনা সমন্ন করা

৪। প্রসব কালীন সময়ে আইরন ট্যাবেলেট গ্রহণ করা ।

৫। গর্ভকালীন /প্রসব কালীন বা পরবর্তী জটিলতা সম্পর্কে পর্বে খেকে আলোচান করা

৬।প্রসব পববতী চেক আপ সম্পর্কে সচেতন করা ।

৭।প্রসবের ২ দিনের মধ্যে মায়ে কা্উন্সিলিং ভিজিট করা ।

৮। প্রসবের ৩ থেকে ৭ দিনের মধ্যে  কা্উন্সিলিং ভিজিট করা ।

৯। শিশুর জম্মে পর জন্ম নিবন্ধন করানোর জন্য সচেতন করা ।

১০। জন্মের ১০ মিনিটের মধ্যে নবজাতকের মোছানো ও মোড়ানো।

১১। জন্মে ৭২ ঘন্টা পর নবজাতকের গোসল করানো ও পরামর্শ ।

১২। জন্মে ১ঘন্টা মধ্যে মায়ের বুকের  দুধ খাওয়ানো ।

১৩। নবজাতকের বিবদ চিহৃ সনাক্ত করণ ।

১৪। হাসপাতালে প্রসব করানো ।

১৫। গর্ভবর্তী বিপদ সম্পর্কে সচেতন করানো এবং প্রয়োজন বোধে বেকার করা ।