Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল ও নদী

তিব্বতের হিমালয় পর্বতের মানস নামক স্থান হইতে নদিটি উৎপত্তি হইয়া গঙ্গা নদি নামে ভারতে মধ্যে নিয়ে প্রবাহিতহইয়া বাংলাদেশেপ্রবেশ করে ।বাংলাদেশে প্রবেশ করিয়া তিনটি শাখা বিভিক্ত  হইয়া পদ্মা ,যমুনা, ও ব্রহ্মপুত্র নাম ধারন করে ।ব্রহ্মপুত্র নদটি  জামালপুর জেলার মেলান্দহ উপজেলাধীন ১নং দুরমুট ইউনিয়ন পূর্বপাশদিয়ে বয়ে গেছেন ।এই গ্রামের মানুষ নদ পারপার করেন নৌকা দিয়ে । গ্রামে অনেক মানুষ এই নদে মাছ ধরে জীবন ধারন করেন ।বর্ষা সময় নদে পানি পরিপূন হয়ে আনায় কানায় পরিনিত হয়ে  নদটি সুন্দর দৃশ্যের পরিনত হয় ।